Tuesday, September 2, 2025
HomeScrollমর্মান্তিক দুর্ঘটনায় মৃত ভারত সেবাশ্রমের মহারাজ

মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ভারত সেবাশ্রমের মহারাজ

হাওড়া: হাওড়ার (Howrah) বাগনান লাইব্রেরি মোড়ে বড়সড় পথ দুর্ঘটনা। সোমবার সকালে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারত সেবাশ্রম সংঘের এক মহারাজ ও কর্মী। গুরুতর আহত ৫। আহতরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রাস্তার এদিন ওদিক। রাস্তায় ভেসে যাচ্ছে রক্তে। সংঘর্ষের তীব্রতার জেরে ছুটে আসেণ স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছোয় বাগনান থানার পুলিশ।

আরও পড়ুন: সোমবার সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত

স্থানীয় সূত্রে খবর, বালিগঞ্জেরম ভারত সেবা সংঘ থেকে একটি ম্যাটাডোর পূর্ব মেদিনীপুরের মহিষাদলের এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে রওনা দেয়। চারচাকা গাড়িতে ভারত সেবা সংঘের একাধিক সদস্য। সোমবার সকালে বাগনান লাইব্রেরি মোড়ে আসতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের লেনে চলে যায়। ঠিক সেই সময় উল্টোদিক থেকে আসছিল বালি বোঝাই লরি। তৎক্ষণাৎ দ্রুতগতি লরির সঙ্গে ম্যাটাডোরের সংঘর্ষ হয়। সেই সময় আরও একটি প্রাইভেট গাড়ি ম্যাটাডোরটির পিছনে ধাক্কা মারে। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে এলাকা।

স্থানীয় সূত্রে খবর, এলাকাবাসী তড়িঘড়ি আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তারপরই চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষনা করে। আহত ৫ জনের অবস্থাও এই মুহূর্তে আশঙ্কাজনক। ঘটনায় শোকপ্রকাশ ভারত সেবা সংঘের।

দেখুন আরও খবর:

 

Read More

Latest News